সব

লংগদু হামলা: মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th June 2017at 11:57 am
42 Views

6

স্টাফ রিপোর্টারঃ জাতীয় মানবাধিকার কমিশনরাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাইদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চার কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি।

এই মিছিল থেকেই তিনটিলা, বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাহাড়িদের।


সর্বশেষ খবর