সব

রাজধানী তুরাগে ২১ঘন্টার ৬জনের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th June 2017at 4:58 pm
57 Views

6

মোঃ হৃদয় খানঃ রাজধানী তুরাগ থানায় ২১ঘন্টায় তিন জায়গায় ৬জনের মৃত্যু খবর পাওয়া গেছে । গত ৯ই জুন শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ সংবাদ মেলে ।

খোজ নিয়ে জানাযায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানী তুরাগ থানায় কামারপাড়ার কালিয়ার টেক সানভিম স্কুল ১নাম্বার রোড একটি বাসা থেকে তিন সন্তানসহ গৃহবধূ রেহেনা পারভীনের (৩৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিন সন্তান হলো, নিহতের বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) ও ছেলে সাদ (৮ মাস)।  রেহানা পারভীনকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এবং সন্তানদের লাশ বিছানায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এতে নিহত রেহেনা পারভীনের বড় ভাই শামছুল আলম শুক্রবার রাতে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

এদিকে শুক্রবার দুপুর ১২ রানাভোলা বটতলা ইটালি ভিলার পাশে হাজী নুরুল ইসলাম এর বাড়ির কাজের মেয়ে মাহিদ আক্তার (১০) জানালার গ্রীলের সাথে গামছা পেচানো অবস্থায় লাশ পাওয়া যায় । মাহিদ আক্তার দেবীগঞ্জ থানার কুমিল্লা জেলার অহিদা খাতুনের মেয়ে ।

একিদিনে রাত ১০টায় বাবনারটেক রমজান মার্কেট মোঃ আবুল হাসান এর ছেলে মোঃ তামজিদ হাসান (১৮) নিজ বাড়ির ২তালায় নিজ ঘড়ে ফেনের সংগে গামছা পেচিয়ে আত্মহত্যা করে ।


সর্বশেষ খবর