সব

ভারতে সোনা পাচারের সময় সীমান্ত বিজিবি হাতে আটক ১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th August 2017at 9:33 pm
32 Views

স্টাফ রিপোর্টারঃ ভারতে সোনা পাচারের সময় আজ শুক্রবার বিকেলে বেনাপোল বড়আচড়া সীমানার থেকে ১৪ টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছ বিজিবি সদস্যরা।

আটককৃত ব্যক্তি হচ্ছে, বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত আমানত মোড়লের ছেলে কদর আলী (৩৫) ।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বড়আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে ।

এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড়আচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কদর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৪ টি সোনার বার সহ তাকে আটক করা হয়।

আটকৃত সোনার মূল্য ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত সোনারবার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।


সর্বশেষ খবর