ইয়াবাসহ দৈনিক আলোকিত সকাল পত্রিকার মুন্না গ্রেফতার
আমারবাংলা ডেস্কঃ রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মুন্না সরকার (৩০) নামের এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক দাবি করেছেন।
উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ২নং রোডের উপর থেকে শুক্রবার রাতে সাধারণ জনগণ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। কথিত এই সাংবাদিক কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন দৌলতপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণখানের কোটবাড়ীর আকবর কন্টাক্টরের বাড়ির ভাড়া বাড়িতে থাকত।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল্লাহ ইবনে সাঈদ জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়ক থেকে এএসআই মুরাদ ওই ভুয়া সাংবাদিককে ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি আরো জানান, ওই সাংবাদিকের বিরুদ্ধে ইতিপূর্বে দক্ষিণখান থানায় দুটি মামলা রয়েছে। যার একটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচার আইনে এবং অপরটি চাঁদাবাজি মামলা।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ওই সাংবাদিক দীর্ঘদিন ধরে উত্তরার বিভিন্ন জায়গায় ও বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপের ব্যবসার সাথে জড়িত ছিল। এ ঘটনায় ইতিপূর্বেও উত্তরা পশ্চিম থানায় গ্রেফতার হয়েছিল। এছাড়াও তাদের একটি চক্র ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে কক্সবাজার আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুম একই পত্রিকার তিন সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলামসহ গাড়ীচালক মানিককে ডিবি পুলিশ ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।