সব

২১ আগস্টে শহীদদের স্মৃতি স্তম্ভ নির্মাণ করার দাবি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th August 2017at 5:03 pm
47 Views
নিজস্ব প্রতিবেদকঃ ইতিহাসের বর্বরোচিত আরেকটি কালো অধ্যায় ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মৃতি স্তম্ভ নির্মাণ করার মাধ্যমে বিএনপি-জামায়াত ইসলামের বর্বরতা জাতির সামনে তুলে ধরার দাবি জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।
রবিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় তোপখানা রোড বোয়াফ কেন্দ্রীয় কার্যালয়ে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মৃতি স্তম্ভ নির্মাণের দাবি’তে স্মরণ সভায় সংগঠন থেকে এ-দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও ষড়যন্ত্রকারীরা থেমে ছিল না। বঙ্গবন্ধু’র হত্যার বিচার ও যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচারকাজ চিরতনে বন্ধ করার লক্ষে বিএনপি-জামায়াত ইসলাম পরিকল্পিতভাবে ২০০৪ সালের ২১ আগস্টে নেক্কারজনকভাবে গ্রেনেড নিক্ষেপ ও গুলি ছোড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল যা পৃথিবী অবাক দৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তিঁনি আরও বলেন, বিএনপি-জামায়াতের বর্বরতার পরিপ্রেক্ষিতে তখন যে ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী শহীদ হয়েছিল তাঁদের স্মৃতি স্তম্ভ নির্মাণ করার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মসহ জাতির সামনে তাঁদের নিমর্মতা তুলে ধরা এখন সময়ের দাবি হয়ে ওঠেছে।
২১ আগস্টের গ্রেনেড হামলায় যে সকল নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করছে, আওয়ামী লীগের উচিত হবে- সংগঠনের নিজেস্ব ফান্ড থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের জীবন-জীবিকার ব্যবস্থা এবং তাঁদের সামাজিক-রাজনৈতিকভাবে মুল্যায়নও করার দাবি জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে স¤রণ সভায় বক্তব্য রাখেন লোক শক্তি পার্টির চেয়ারম্যান সাহিকুল ইসলাম টিটু, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মিলাদ উদ্দীন মুন্না, বোয়াফ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

সর্বশেষ খবর