নড়াইলে ডিবির স্পেশাল টিমের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ১জন গ্রেফতার
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নড়াইলের লোহাগড়া উপজেলায় কুমরি গ্রামের হেদায়েত মোল্যার ছেলে আল আমিন মোল্যা (৩০) ।
রবিবার (২০-৮- ১৭) বিকাল সাড়ে ৪,৩০ টায় নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই রাজ্জাক, কনস্টেবল ওলিয়ার, বায়জীদ, শিমুল, মুরাদ, সাজ্জাদসহ অভিযান চালিয়ে কুমরি গ্রাম থেকে গ্রেফতার করে ।
এসময় আল আমিন মোল্যার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি’র স্পেশাল টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী ইয়াবা ব্যবসায়ীদের সর্বোচ্চ আইন মৃত্যুদন্ড করায় কোনো ইয়াবা ব্যবসায়ীর ছাড় হবে না।