শহীদ মিনারে নায়ক রাজ্জাকের মরদেহ
স্টাফ রিপোর্টারঃ বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এফডিসিতে শ্রদ্ধা জানানোর পর তার লাশ এখন শহীদ মিনারে রাখা হয়েছে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।
শহীদ মিনার থেকে লাশ নিয়ে যাওয়া হবে তার বাসার পার্শ্ববর্তী গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জানাজা শেষে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।
কিংবদন্তী এই অভিনেতা সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ এফডিসিকতে নিয়ে যাওয়া হয়।সেখানে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা তার প্রতি শ্রদ্ধা জানান।
নায়ক রাজের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল।
১৯৬০’র দশক থেকে শুরু করে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকে ছিলেন নায়ক আব্দুর রাজ্জাক।