ঢাকা ছাড়বে রোববার থেকে ঈদের লঞ্চ
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরঘাট থেকে ঈদের লঞ্চ ছাড়া শুরু হবে আগামীকাল (রোববার)। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শনিবার সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এ সময় দেখা যায়, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। পাশাপাশি পূর্বঘোষিত ঈদের বিশেষ সার্ভিসের লঞ্চগুলো ঘাটে আসতে শুরু করেছে।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ সদরঘাট টার্মিনালে লঞ্চগুলো ভিড়ানো হচ্ছে। আলাদা গন্তব্যের নির্ধারিত পন্টুনে লঞ্চগুলো নোঙর করা হয়েছে।
এদিকে লঞ্চের অগ্রিম টিকিট কাউন্টার ফাঁকা থাকলেও লঞ্চের ভিতরেই টিকিট পাওয়া যাচ্ছে।ঈদের সদরঘাট বন্দরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নৌ-নিরাপত্তা ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সদরঘাট বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, আমাদের প্রস্তুতি বিগত ঈদের চেয়ে ভালো। সব ধরনের সুযোগ সুবিধা সার্বক্ষণিক চালু রাখতে আমরা বদ্ধপরিকর।
অতিরিক্ত যাত্রী বহন সম্পর্কে তিনি বলেন, এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সংখ্যক যাত্রী বোঝাইয়ের পরপরই জেটি থেকে লঞ্চ ছাড়ার জন্য ইতোমধ্যে মালিকদের জানানো হয়েছে।
তিনি আরও বলেন, একই রুটে দুটি করে লঞ্চ রাখা হবে। ফলে যাত্রীদের ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হবে না। তারা নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যের লঞ্চে উঠতে পারবেন, হুড়োহুড়ি করতে হবে না।