টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ২২ জনেরই
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত টেস্টে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে প্রথম টেস্টের মূল একাদশে জায়গা পাননি দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।
এই টেস্টে বলা যায় ২২ জনেরই অভিষেক হচ্ছে। কেননা দুই দলে যারা রয়েছেন একেঅপরের বিপক্ষে সাদা জার্সিতে কখনো মাঠে নামেননি।
এর আগে ১৬ এপ্রিল ২০০৬ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। মাঝে কেটে গেছে ১১ বছরেরও বেশি সময়।
এর মধ্যে কত ফুল ফুটে ঝরেও গেছে। কিন্তু বাংলাদেশের অপেক্ষার প্রহর শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সাদা পোশাকে অস্ট্রেলিয়াকে আতিথ্য দিতে তীর্থের কাকের মতো চেয়ে থাকতে থাকতে অনেকবার হতাশ হতে হয়েছে টাইগারদের।
নিরাপত্তার অজুহাতে বারবার সিরিজ পিছিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।