দিশেহারা রোহিঙ্গারা পথ খুঁজছে বাংলাদেশে
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সংঘাতে ভিটেমাটি হারিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। এরমধ্যে, সীমান্তে বিজিবির কড়া পাহারায় অনেকে আটকে গেলেও কেউ কেউ ঢুকে পড়েছে ভিতরে। এদের মধ্যে আছেন আহতরাও।
এরকম গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এদিকে, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ক্যাম্পের পাশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে ওপার থেকে গুলি চালিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা।
এখনো সহিংসতা চলছে মিয়ানমারের রাখাইনে। ফলে রোহিঙ্গাদের ঢল বেড়েছে সীমান্তে। শনিবারও সকাল থেকে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া এলাকায় দেখা মেলে অসংখ্য রোহিঙ্গার। অপেক্ষা, বাংলাদেশে প্রবেশ করা।
পালিয়ে আসা বেশকিছু রোহিঙ্গার সন্ধান মেলে কুতুপালং ক্যাম্পের একটি বাড়িতে। এসময় তারা বর্ণনা দেন মিয়ানমারে নির্যাতনের। যারা পালিয়ে আসছেন তাদের মধ্যে অনেকে আছে আহত। এরকম অন্তত ১২ জন, কুতুপালং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া কেউ কেউ ভর্তি হয়েছে চট্টগ্রামসহ অন্যান্য হাসপাতালে। এরমধ্যে মুছা নামে গুলিবিদ্ধ এক যুবক মারা গেছে চট্টগ্রামে।
শনিবার সকালে ৭৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি ও কোস্টগার্ড। এছাড়া আরও অনুপ্রবেশ রোধে কড়া পাহারার কথা জানালেন বিজিবির একজন কর্মকর্তা।
এদিকে, তুমব্রু সীমান্তে বিজিবি ক্যাম্পের পাশে আশ্রয় নেয়া, রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালায় মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায়।
বিজিবি