একটি গুলি ছুড়লে সমুচিত জবাব: বিজিবি মহাপরিচালক
স্টাফ রিপোর্টারঃমিয়ানমার থেকে যদি বাংলাদেশকে লক্ষ্য করে একটি গুলিও ছোড়া হয় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
আজ রোববার বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির একটি সীমান্ত চৌকিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক।
মেজর জেনারেল আবুল হোসেন বলেন, “যদি কখনো আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে সেটা যদি ক্রস করে তাহলে আমরা এর সমুচিত জবাব দেব। আপনারা জানেন আমরা বীরের জাতি। আমরাযুদ্ধ করে স্বাধীন হয়েছি। কেউ আমাদের অ্যাটাক করবে তার সমুচিত জবাব আমরা তাঁদের দেব।”
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, “যে সমস্যা হচ্ছে আপনারা জানেন। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বর্ডারকে সিল করতে হয়েছে। এটি আমাদের কাজ। প্রধানমন্ত্রী বলেছেন কোনো সন্ত্রাসীদের জায়গা আমাদের দেশে হবে না। বাট আনান কমিশনের যেই রিপোর্ট আসছে সেই রিপোর্ট অনুসারে আমি আশা করব বা আমরা আশা করি যে মিয়ানমারের সরকার সে অনুসারে তাঁদের কার্যক্রম পরিচালনা করবে।”
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান জানান, তাঁরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছেন। তবে কোনোভাবেই দেশের ভেতরে কোনো বিদেশি নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ২৭১ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তাঁদের জানা মতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কোনো নাগরিকের যাতায়াত হচ্ছে না।
তবে গত বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত চার থেকে পাঁচ হাজার রোহিঙ্গা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। অবশ্য শুরু থেকেই স্থানীয় প্রশাসন বলে আসছে, মিয়ানমারের কোনো নাগরিককেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর আগে গতকাল শনিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশটির রাখাইন রাজ্যের পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে মিয়ানমারের নাগরিকদের প্রবেশের চেষ্টার বিষয়টিও জানানো হয়।