সব

গাজীপুর সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th August 2017at 1:21 pm
60 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অর্ধ-বার্ষিকী সভা ২৭ আগস্ট রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. রাহাতুল ইসলাম, সচিব মোঃ আসলাম হোসেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম হোসেন, ১০,১১ ও ১২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ গাজীপুর সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার-রেজিলিয়েন্স বিশ্বজিৎ কুমার রায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাদ্যমে গাজীপুরে বাস্তবায়নাধীন “বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্যা আরবান পুওর” প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, বিগত প্রায় আড়াই বছর ধরে কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভার্ক গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে।

মেয়র অধ্যাপক এম.এ মান্নান “বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্যা আরবান পুওর” প্রকল্পের আওতাধীন দুটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে প্রকল্পের মাধ্যমে এলাকার অবস্থার খোঁজ খবর নেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. রাহাতুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টা ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। সেগুলোকে শক্তিশালী করতে হবে এবং তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

কাউন্সিলর মোঃ সেলিম হোসেন ও মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন তাদের এলাকার কথা তুলে ধরেন এবং “বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্যা আরবান পুওর” প্রকল্পের পক্ষ হতে প্রাপ্ত সহযোগিতার কথা স্বীকার করেন।


সর্বশেষ খবর