সব

সুবিধাবঞ্চিতদের নিয়ে একতার স্পন্দনের “ওদের হাসি”

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th August 2017at 8:56 pm
46 Views

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ ‘সহানুভূতি নয়, সাহায্যের হাত বাড়িয়ে দাও’ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও গরীব শিশুদের নিয়ে সমাজসেবী সংগঠন একতার স্পন্দন-এর “ওদের হাসি” নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টি পারপাজ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৬০ জন সুবিধাবঞ্চিত ও গরীব শিশুর মাঝে ঈদের কাপড়, শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে ‘ওদের হাসি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আক্তার, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হাসিনা বেগম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের নাসের জামান চৌধুরী সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে শিশুরা সংবাদকর্মীদের সাথে নিজেদের ঈদ অনুভূতি বিনিময় করে। এসময় উপস্থিত অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারী মিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে গতকাল রবিবার (২৭ আগস্ট) উক্ত শিশুদের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সুপার মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিজেদের পছন্দমত একসেট কাপড় কিনে দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে অভ্যাগত অতিথিরা আয়োজকদের ভুয়সী প্রশংসা করে বলেন, একতার স্পন্দন যেভাবে বিভিন্ন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে চলেছে, এতে অল্প সময়ের মধ্যে তারা ঠাকুরগাঁওয়ের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের মন জয় করে নিতে সক্ষম হবে।

একতার স্পন্দনের সভাপতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে জানায়।

উক্ত অনুষ্ঠানে একতার স্পন্দনের সদস্যরা ছাড়াও ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর