সব

রিমঝিম বৃষ্টিতে শাকিব-বুবলীর রোমান্স

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th August 2017at 11:13 am
56 Views

বিনোদন ডেস্কঃ শাকিব-বুবলী দুজনেই বৃষ্টিতে নাচছেন, আর গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছেন। একেবারেই রোমান্টিক পরিসরে এমন গানটি প্রকাশ হয়েছে রোববার। যেটি রংবাজ ছবির একটি গান। রিমঝিম শিরোনামের এই গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সবই কলকাতার।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় সুর-সংগীত করেছেন ডাব্বু। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান ও অন্তরা মিত্র। এই ছবির রিলিজ হওয়া ‘ঘুম আমার’ গানটির নেপথ্যেও ছিল ভিনদেশিদের প্রাধান্য।

সাড়ে তিন মিনিটের এই গানের পুরোটা জুড়েই রয়েছে বৃষ্টি ও শাকিব-বুবলীর রোমান্স। এর মাধ্যমে সিনে পর্দার জন্য প্রথমবারের মতো বৃষ্টিতে ভিজলেন বুবলী, তবে শাকিবের মতো সাবলীল হতে পারেননি তিনি। দুজনের পোশাক ছিল আকর্ষণীয়। আর গানটিও শুনতে ভালো লাগে।

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রংবাজ’। পরিচালনা করেছেন আব্দুল মান্নান। প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকার অফিস ও স্থানীয় রঙরূপ চলচ্চিত্র। ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, অমিত হাসান, নূতন ও শিবা সানু। জানা গেছে, এখনো পর্যন্ত ১৬২টি হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর