সব

সংসদ সদস্যরা অযোগ্য হলে প্রধান বিচারপতিও অযোগ্য : হানিফ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th August 2017at 11:18 am
39 Views

স্টাফ রিপোর্টারঃ সংসদ সদস্যরা অযোগ্য হলে প্রধান বিচারপতিও অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪২ তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাবির আর্থ এন্ড এনভায়ন্টাল সাইন্সেস অনুষদ ছাত্রলীগ এর আয়োজন করে।

সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, আপনি কটাক্ষ করে বলেছেন সংসদ সদস্যরা অযোগ্য। কিন্তু তারা যদি অযোগ্য হয়, তাহলে আপনিও অযোগ্য। কারণ, এই সংসদ সদস্যরা নির্বাচিত করেছেন রাষ্ট্রপতিকে। আপনার কথামত তিনিও অবৈধ। আর রাষ্ট্রপতি যেহেতু আপনাকে নিয়োগ দিয়েছেন, একারণে আপনিও অবৈধ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা সম্ভব নয় মন্তব্য করে এ সময় হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপর তাদের এতো আস্থা কেন? জনগণের উপর আস্থা রাখুন। জনগণের ম্যান্ডেট পেলে ক্ষমতায় যাবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বাতিল হয়ে গেছে। এটি ফিরে আসার সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্য কোন ষড়যন্ত্র খুঁজে লাভ নেই। এসব ষড়যন্ত্রের পথ বন্ধ হয়ে গেছে।

বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণ দেয়ার পর বিএনপি নেতারা বলছেন এ সরকার অবৈধ। কিন্তু রায়ের পর্যবেক্ষণে কোথায় লেখা আছে এ সরকার অবৈধ? এ সংসদ অবৈধ? আপনারা রাজনীতি করেন, জনগণের কথা বলেন। কিন্তু এমন কিছু বলবেন না, যাতে জনগণ আপনাদের পাগল-ছাগল বলুক। আগে রায়টা পড়ুন। তারপর ভেবে- চিন্তে কথা বলুন। তিনি বলেন, প্রধান বিচারপতি পর্যবেক্ষণে সংসদ সদস্যদের অযোগ্য বলেছেন। ফখরুল সাহেব বললেন, পর্যবেক্ষণটি সঠিক। তাহলে, আপনিও (ফখরুল) তো অযোগ্যদের একজন। সংসদে যাওয়ার জন্য নির্বাচন দেয়ার দাবি করছেন, সংসদে যেতে চান।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। প্রধান আলোচক ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আপনারা লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ষড়যন্ত্রমূলক পোস্ট না করে, সাহস থাকলে রাজপথে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরাই আপনাদের জন্য যথেষ্ট। বিএনপির নেতা খন্দকার মোশাররফ ও রিজভীর উদ্দেশ করে তিনি বলেন, যদি তারা উভয়ই জাতির কাছে ক্ষমা না চান তাহলে ছাত্রলীগ তাদের দেশের কোথাও সভা সমাবেশ করতে দেবে না।


সর্বশেষ খবর