সব

৪ শতাধিক রোহিঙ্গা নিহত, ৪ দিনে গৃহহীন ৪০ হাজার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th August 2017at 11:32 am
61 Views

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় ৪ শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন’।

সংগঠনটির প্রধান তুন কিন কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি জানান, ৪ দিনে সেনাদের নির্যাতনে গৃহহীন হয়েছে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মানুষ। মায়ানমার সরকার বলছে, রাখাইন রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেখানে নিহতের সংখ্যা ৯৮, যাদের বেশিরভাগই হামলাকারী।

কিন্তু গৃহহীন রোহিঙ্গাদের অভিযোগ- রাখাইনে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সেই বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

এদিকে, সরকারের এক বিবৃতিতে জানানো হয়- মংডুসহ সংঘাত কবলিত বিভিন্ন এলাকা থেকে ৪ হাজারের বেশি অমুসলিমকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশী বিভিন্ন শহরের বৌদ্ধ মন্দির, সরকারি দফতর ও পুলিশ স্টেশনগুলোতে উদ্ধারকৃত এসব মানুষকে রাখা হয়েছে বলে জানান সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী উইন মিত আয়ে।

রোববারই আরাকান স্যালভেশন আর্মিকে রাষ্ট্রীয়ভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দেয় সুচি প্রশাসন।

রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান এক সময় স্বাধীন রাজ্য থাকলেও অষ্টাদশ শতকের শেষভাবে বার্মার রাজা ওই এলাকা দখল করে নেন। আরাকানে জাতিগত বিভেদ তখন থেকেই।


সর্বশেষ খবর