বাংলাদেশের চাই ৮ উইকেট
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার দরকার ১৫৬ রান। বাংলাদেশের চাই ৮ উইকেট। সব উত্তেজনা এখন মিরপুরে। মুশফিকুর রহিম নাকি স্টিভেন স্মিথ-কে হাসবেন শেষ হাসি?
এরই মধ্যে ২ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া। ৭৫ রান নিয়ে ওয়ার্নার ও ২৫ রান নিয়ে স্মিথ ব্যাটিং শুরু করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১২৫ রান তুলে নিয়েছে সফরকারী দলটি। ওয়ার্নার ৮৫ ও স্মিথ ২৭ রানে অপরাজিত রয়েছেন।
মিরপুর টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেখান থেকে ৮১ রানের দারুণ একটা জুটি গড়ে ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার কাজটা করে চলছেন ওয়ার্নার-স্মিথ।
মঙ্গলবার শুরুতেই অসি ওপেনার ম্যাট রেনশকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে উসমান খাজাকে ফেরান সাকিব আল হাসান। ইনিংসের শুরুতে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন ম্যাট রেনশ। তবে নবম ওভারে মিরাজের নিচু হয়ে আসা বলটা ঠেকাতে পারেননি অসি ওপেনার। বল গিয়ে লাগে তাঁর প্যাডে।
ফিল্ডারদের আবেদনে সাড়া দিতে দেরি হয়নি আম্পায়ারের। পরের ওভারে সাকিবকে উড়িয়ে মারতে যান উসমান খাজা। স্পিনের বিপক্ষে কখনই সাবলীল ছিলেন না এই ব্যাটসম্যান। ফিরতে পারতেন ডেভিড ওয়ার্নারও। তবে স্লিপে ক্যাচ ছেড়েছেন সৌম্য সরকার।
এর আগে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান তোলে মুশফিকের দল। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।