সব

পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ৭

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th December 2017at 3:54 pm
123 Views

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছেন। রোববার দুপুরের দিকে কোয়েটার জার্গুন সড়কের বেথেল মেমোরিয়াল মেথডিস গির্জায় ওই হামলা হয়েছে।

বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোয়াজ্জেম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের সবাইকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রগুলো বলছে, তারা প্রাথমিকভাবে চারজনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পেয়েছেন। হতাহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আহতদের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মহাপরিদর্শক আনসারি বলেছেন, বেথেল মেমোরিয়াল গির্জায় দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। হামলার সময় গির্জায় অন্তত ৪০০ ভক্ত উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর