সব

রোনালদোর গোলে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল রিয়াল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th December 2017at 5:39 pm
FILED AS: খেলা
130 Views

স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে জিনেদিন জিদানের দল। চলতি বছর এটি রিয়ালের পঞ্চম শিরোপা।

চলতি বছর স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা সুপার কাপের পর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ইতিহাসে এটিই এক বছরে সেরা সাফল্য।

এই নিয়ে টানা দুবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। ২০০০ সালে টুর্নামেন্ট চালু হওয়ার পর কোনো দলই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পারেনি।

একইদিন বার্সেলোনার রেকর্ড স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। এতদিন একমাত্র দল হিসেবে সর্বোচ্চ তিনবার ক্লাব বিশ্বকাপ জয়ের রেকর্ড ছিল বার্সার। এবার সেই রেকর্ড স্পর্শ করল রিয়াল।

সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। বিরতির পরপরই হাসি ফোটে রিয়াল শিবিরে।

বিরতির পর খেলার ৫৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোলে করে দলকে এগিয়ে নেন রোনালদো। শেষ পর্যন্ত এই গোলটিই শিরোপা নির্ধারক হয়ে ওঠে।

এই গোলের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়েন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (সাত গোল) রোনালদো। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুটি ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে গোল করেছিলেন সিআর সেভেন।


সর্বশেষ খবর