ছায়েদুল হকের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টারঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের জানাজা রোববার সকালে হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদ্যপ্রয়াত ছায়েদুল হকের সততার ভূয়সী প্রশংসা করে সাংবাদিকদের বলেন, আমরা অনেকেই ধনসম্পদ গড়ি, কিন্তু তার (ছায়েদুল হক) মধ্যে এই প্রবণতা ছিল না। তবে আওয়ামী লীগে এমন সৎ নেতা অনেক আছেন।
পরে হেলিকপ্টারে করে ছায়েদুল হকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়ে যাওয়া হয়। সেখানে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা সোয়া ১১টার দিকে তার দ্বিতীয় জানাজা হয়।
বাদ জোহর গ্রামের বাড়ি নাসিরনগরের পূর্বভাগে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে শায়িত হবেন সদ্যপ্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
ছায়েদুল হক গতকাল (শনিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা।