সব

ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st December 2017at 10:44 am
134 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী মালার্দ শহরে রিখটারস্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, তেহরানের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মাঝামাঝি এলাকায় ভূপৃষ্ঠের সাত কিলোমিটার গভীরে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডেতে এ খবর প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, এ ভূমিকম্পে মালার্দ শহরে এক ব্যক্তি আহত হয়েছেন। তেহরানের পাশাপাশি, কারাজ, কোম, কাজভিন এবং আরাক শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ফলে তেহরানের অধিবাসীদের মধ্যে মৃদু আতঙ্ক তৈরি হয় এবং অনেকে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ কয়েক ঘণ্টা পর্যন্ত খোলা আকাশের নীচে অবস্থান করেন।

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তেহরানে ভূকম্পন অনুভূত হলো। কেরমানশাহ প্রদেশে গত ১১ নভেম্বরের ৭.১ মাত্রার ভূমিকম্পে ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।


সর্বশেষ খবর