মিয়ানমারের এক জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ
আন্তর্জাতিক ডেস্কঃ মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও বিশ্বজুড়ে সহিংসতার অভিযোগে বৃহস্পতিবার প্রায় ৫২ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
যার ভিতরে রাখাইন মুসলিম ওপর নির্যাতনে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের এক জেনারেলসহ সাবেক গাম্বিয়ার প্রেসিডেন্টও রয়েছে।
মূলত মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং রাখাইন থেকে রোহিঙ্গাদের জাতিগত নিধনে তার ভূমিকা থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র মেজর জেনারেল মং মং সোইকে কালো তালিকাভুক্ত করেছে।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যে সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন মং মং। তিনি বেসামরিক রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
গত মাসে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও প্রতিরক্ষা বিভাগ এর কারণ উল্লেখ করেননি। গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
২০১২ সালের শুরু দিক থেকে মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো হওয়া শুর করে যুক্তরাষ্ট্রের যখন মিয়ানমারের সেনা শাসন থেকে গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসে। কিন্তু এই সম্পর্ক আবার খারাপের দিকে যেতে থাকে যখন ৬লক্ষ ৩০ হাজার রোহিঙ্গাকে জাতিগতভাবে উচ্ছেদ করে দেয় অং সান সূচি কি এবং তার সমর্থিত সরকার।