সব

জেএসসি’র রেজাল্টের পর ৪ শিক্ষার্থীর আত্মহত্যা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 31st December 2017at 10:35 am
81 Views

স্টাফ রিপোর্টারঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অকৃতকার্য ও আশানুরূপ ফলাফল না হওয়ায় চার শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। পটুয়াখালী, চাঁদপুর এবং রাজশাহীতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

এ ছাড়াও আরও দুই জন আত্মহত্যার চেষ্টা করতে চাইলে তাদেরকে পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অকৃতকার্য হয়ে ফেরদৌসী আক্তার নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। অপরদিকে চাঁদপুর শহরের প্রফেসরপাড়ায় ফারজানা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।

শনিবার দুপুরে ফলাফল ঘোষণা করার পর বিকেল ৪টার দিকে লজ্জায় ফারজানা ও একই সময় ফেরদৌসী আত্মহত্যা করে। ফারজানা চাঁদপুর শহরের মাঝি বাড়ির দুলাল গাজীর এবং ফেরদৌসী ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মানিক সরদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ফেরদৌসী পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার দুপুরে ফলাফল ঘোষণা পর সে অকৃতকার্য হয়েছে জানতে পেরে লজ্জ্বায় ঘরের কক্ষ বন্ধ করে সিলিং এর কাঠে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম তাকে মৃত বলে জানায়।

এছাড়াও চাঁদপুরে উত্তর মতলবের চরকালিয়া গ্রাম ও চাঁদপুর সদরের দুই শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টাকালে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। নিহত ঝুমু খাতুন (১৪) উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও নওটিকা উচ্চবিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার নওটিকা উচ্চবিদ্যালয় থেকে নিহত ঝুমু খাতুন এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে ঝুমু খাতুন জিপিএ ৩.৮০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এই ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে বাড়ির রান্না ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

নওটিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিজ উদ্দিন বলেন, এই বিদ্যালয়ে থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ জন জিপিএ ৫ পেয়েছে। ওই প্রতিষ্ঠানে ৪৯জন সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

তিনি আরও বলেন, ঝুমু খাতুন জিপিএ ৫ পাওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে সে জিপিএ ৩.৮০ এ-মাইনাস পেয়েছে। তাই সে জিপিএ ৫ না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে।

নিহতের বাবা মোজাম্মেল হক জানান, ফলাফলের বিষয়ে মেয়েকে সান্ত্বনা দিয়ে মাঠে খেসারির ক্ষেত দেখতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। তিনি মেয়ের অকালমৃত্যু মেনে নিতে পারছেন না। এ ব্যাপারে বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার কলাপাড়ায় জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত জান্নাত (১৪) মেলাপাড়া গ্রামের লামমিয়ার মেয়ে ও পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পারিবারিক সূত্র জানায়, শনিবার ফলাফল ঘোষণার পর নিহত জান্নাত জানতে পারে সে ডি-গ্রেড (১.৫০) পেয়েছে। এরপর সে তার বাড়ি গিয়ে ঘরের আড়ার সঙ্গে নিজের গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন ওঝা জানান, ফলাফল খারাপ হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।


সর্বশেষ খবর