সব

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী মঞ্চ ভাঙচুর করলো পুলিশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 1st January 2018at 8:15 pm
61 Views

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভার মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ ১০ জন আহত হয়েছে বলে দাবি বিএনপির। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয় নেতা-কর্মীরা। এ সময় শোভাযাত্রা বের করতে চাইলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সদস্যরা অনুষ্ঠানের চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও শোভাযাত্রা।

পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে বলে সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, এ ঘটনায় দলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।


সর্বশেষ খবর