সব

বিএনপির দুই শীর্ষ পদে নির্বাচন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 29th February 2016at 5:53 pm
51 Views

33স্টাফ রিপোর্টার ঃ আগামী ১৯ মার্চ বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শীর্ষস্থানীয় পদ দুটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘দুই শীর্ষ পদে নির্বাচন করতে চাইলে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, জমা দেয়া যাবে ৪ মার্চ পর্যন্ত। এরপর ৫ মার্চ বাছাই হবে এবং ৬ মার্চ পর্যন্ত মনেনায়নপত্র প্রত্যাহার করা যাবে।’ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

জমিরউদ্দিন সরকার বলেন, ‘চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজে কিংবা লিখিতভাবে মনোনীত এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে, জমা দিতে বা প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হতে বয়স হতে হবে অন্তত ৩০ বছর। আর তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।

কাউন্সিল সম্পর্কে জমিরউদ্দিন সরকার বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হবে। আশা করছি, সরকার আমাদের কাউন্সিলে কোনো ধরনের প্রতিবন্ধকতা করবে না।

উল্লেখ্য, ১৯৮৪ সালের পর থেকে বিএনপির চেয়ারপারসন পদে রয়েছেন খালেদা জিয়া। ২০০৯ সালের ৬ ডিসেম্বর সর্বশেষ কাউন্সিলেও তিনিই চেয়ারপারসন নির্বাচিত হন।

আর একই কাউন্সিলে দলে ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ পদ তৈরি করে সেই পদে তার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন কমিশনের সদস্য- হারুন আল রশিদ, সদস্য সচিব ব্যারিস্টার আমীনুল হক, রির্টারিং অফিসার নজরুল ইসলাম খান, সহকারী রিটার্নিং অফিসার আবদুল মান্নান উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর