সব

সাত খুন সাক্ষ্যগ্রহণ ৩ মার্চ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 29th February 2016at 6:27 pm
56 Views

37স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আগামী ৩ মার্চ নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা ডা. বিজয় পালের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বিজয় পাল সাক্ষ্য দেন। এ সময় সাতখুন মামলায় কারাবন্দি ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে র‍্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে।

আগামী ৭ মার্চ চন্দন সরকারের জামাতা বিজয় পালকে জেরা করবেন আসামি পক্ষের আইনীজীবীরা। এর আগ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন আদালত।


সর্বশেষ খবর