গাজীপুরে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার আটক
গাজীপুর জেলা প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে আটক করেছে পুলিশ।৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা আবু আহমেদ, বিএনপি নেতা আজিজুল হক রাজু মাস্টার, হাসান উদ্দিন লস্করকেও আটক করা হয়।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে হাসান উদ্দিন সরকার আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হয়ে আসছিলেন। এ সময় টঙ্গী থানার পুলিশ হাসান উদ্দিন সরকারসহ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিনকে পূবাইল এলাকা থেকে আটক করে জয়দেবপুর থানার পুলিশ। জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম গাসিক কাউন্সিলর সুলতান উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।