বদলগাছীতে জলমহাল টেন্ডার বাজী
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে টেন্ডার বক্সে সিডিউল জমা করায় একজনকে পিটিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।
বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
জানা যায় উপজেলার আওতাধীন সরকারী খাস পুকুর বা বদ্ধ জলমহাল ১৪২৩ হতে ১৪২৫ বঙ্গাব্দ পর্যন্ত ৩ বছরের জন্য ইজারা প্রদানে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার দুপুর ১ টা পর্যন্ত। ঐ দিন অফিস খোলার পর থেকেই যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা টেন্ডার ভাগাভাগির উদ্দেশ্যে ইউএনও অফিস ঘেড়াও করে রাখে।
ইউএনও অফিস গেটে বেরিগেট সৃষ্টি করে।
যাতে কেউ টেন্ডার বাক্সে সিডিউল ফেলতে না পারে। যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের কড়া পাহারার মধ্যে সোহসা গ্রামের মৎস জীবি সমিতির সদস্য শহীদুল ইসলাম টেন্ডার বাক্সে সিডিউল ফেলে। সিডিউল ফেলার অপরাধে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শহীদুলকে ধাক্কা ধাক্কি করে। এক পর্যায় তাকে ধরে নিয়ে ডাকবাংলোতে আটকে রেখে মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ডাকবাংলো থেকে শহীদুলকে উদ্ধার করে। শহীদুল জানায় দরপত্র টেন্ডার বাক্সে ফেলায় তার ছিল অপরাধ।
এ বিষয়ে বদলগাছী থানার এসআই আকবর জানান তারা খবর পেয়ে কয়েক জন পুলিশ কর্মকর্তা গিয়ে শহীদুলকে উদ্ধার করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান একজনকে ডাকবাংলোতে ধরে নিয়ে গিয়েছে এ খবর জানার পর সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেছেন তাকে উদ্ধারের জন্য।
এ বছর মোট ৩৫ টি পুকুর বা বদ্ধ জলাশয় লিজ প্রদানে দরপত্র আহবান করা হয়। মোট ৪২ টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে ১৬ টি দরপত্র জমা পড়ে ১১টি পুকুরের বিপরিতে। এর মধ্যে ৮টি পুকুরে ১টি করে দরপত্র জমা পড়ে। অভিযোগ করা হয় টেন্ডার বাজীর কারণে সিডিউল কিনলেও দরপত্র জমা করতে পারেন নি অনেক ভুক্তভুগি সেই সাথে সরকার হারাচ্ছেমোটা অংকের রাজস্ব।