সব

সীমান্তবর্তী এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধে মারপিট, ঘরে আগুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 7th February 2018at 11:41 pm
59 Views

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গীপাড়া সীমান্তবর্তী ননিয়া গোপালপুর ইউনিয়নের সড়াইডাঙ্গা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিট করে ঘরে আগুন দিয়েছে প্রভাবশালী একটি মহল।

সরেজমিনে জানা যায়, কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রামের মৃত আ: হামিদ শেখের ছেলে আক্তার হোসেন (৬০), টুঙ্গীপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের মৃত মোমিন উদ্দিন মুন্সীর ছেলে ছহির উদ্দিন মুন্সী (৫৮) নিকট থেকে ০৫ নং গোপালপুর মৌজার ৪৯৭ নং খতিয়ানের ৪ দাগে মোট ০.৮৫ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদ করে আসছেন। গত ০৫ ফেব্রুয়ারী বিকেলে প্রতিবেশী নূরুল ইসলাম শিকদারের জমির আইল কেটে পানি আনাকে কেন্দ্র করে কথা কাটা-কাটির এক পর্যায়ে নূরুল ইসলাম সিকদার (৬০) ছেলে রমিন সিকদার (১৮) আক্তার হোসেনের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে মার-পিট করে ও রাতে তার পুকুরপাড়ে বিশ্রাম নেওয়া একটি ছাপড়া ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে আক্তার হোসেন কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন- আমি গরীব মানুষ, অর্থনৈতিক ভাবে দুর্বল। নূরুল ইসলাম সিকদাররা স্থানীয় প্রভাব খাটিয়ে প্রায়ই আমার সাথে ঝগড়া বিবাদ করে, মারতে আসে।এখন আমি কি করব বুঝতে পারছি না। এ ব্যাপারে আমি সুষ্ঠ বিচারের দাবি জানাইতেছি। এ ব্যাপারে অভিযুক্ত নূরুল ইসলাম সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় খুজে পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগযোগ করা হলে টুঙ্গীপাড়া থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্ত্বতা স্বীকার করে বলেন- এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে টুঙ্গীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উভয় পক্ষের মধ্যে মিট-মিমাংসার কথা ও চলছে।


সর্বশেষ খবর