গাজীপুরে জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th February 2018at 12:12 am
FILED AS: জেলা সংবাদ
53 Views
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর বয়স আনুমানিক আড়াই-তিন মাস। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার এসআই মুক্তি মাহমুদ জানান, কালিয়কৈর উপজেলার মাটিকাটা এলাকার রাস্তার পাশে জঙ্গলে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহত শিশুর পরণে কিছু ছিল না। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে অন্য কোথাও হত্যা করে জঙ্গলের ভেতরে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে দুপুরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।