সব

রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th February 2018at 12:18 am
48 Views

ডেস্ক রিপোর্টঃ জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা মামলার রায় ঘোষণাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি বুধবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবিও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা।

তিনি জানান, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে তারা কাজ শুরু করেছেন।

রাজধানী ছাড়াও দেশের আরও কয়েকটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে জানিয়ে মহসীন বলেন, সিরাজগঞ্জে তিন প্লাটুন, বগুড়ায় তিন প্লাটুন, নারায়ণগঞ্জে তিন প্লাটুন ও চাঁদপুরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।


সর্বশেষ খবর