সব

হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th February 2018at 3:36 pm
47 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) বেলা একটার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বক্সিবাজারের বিশেষ আদালতে যাওয়ার পথে তার গাড়িবহরকে ঘিরে থাকা নেতা-কর্মীদের সাথে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় দুজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। প্রধান বিচারপতির বাসভবনের সামনে একজন সাংবাদিকদের মোটরগাড়িতে আগুন দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে বেগম খালেদা জিয়ার গাড়ি রাজধানীর মগবাজার এলাকায় পৌছলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন দিক থেকে এসে গাড়ি বহরের সাথে যোগ দেয়।

এর পর গাড়ির বহর ধীরে ধীরে বক্সিবাজারের দিকে আগাতে থাকে। বেলা একটার দিকে গাড়ি বহর হাইকোর্ট এলাকায় পৌছলে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

তবে পুলিশ কাউকে আটক করেছে কিনা সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।


সর্বশেষ খবর