সব

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনে নরেন্দ্র মোদি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 11th February 2018at 9:24 am
42 Views

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করলেন নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি জর্ডান থেকে শনিবার দুপুরে রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের কাছাকাছি অবতরণ করে। এ সময় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকে স্বাগত জানান।

এরপর নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আহমেদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান মোদি।

নরেন্দ্র মোদির তিন ঘণ্টার এই ঝটিকা সফরে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহায়তার প্রশ্নে প্রকাশ্যে অস্বস্তিতে পড়া মোদি শুক্রবার ফিলিস্তিন ও উপসাগরীয় অঞ্চলের উদ্দেশে রওনা হন। এই সফরের লক্ষ্য মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সংহত করা।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ভারত এক সময় উচ্চকণ্ঠ ছিল। তবে সম্প্রতি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার কথা বলে ইসরায়েলের দিকে ঝুঁকেছে দিল্লি।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে ইসরায়েল সফর করেন মোদি। ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেন ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


সর্বশেষ খবর