সব

‘চিরকাল আমিও ক্ষমতায় ছিলাম না, আ’লীগও থাকবে না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 12th February 2018at 4:28 pm
44 Views

স্টাফ রিপোর্টারঃ চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ (সোমবার) দুপুরে ভাষানটেক মোড়ে পথসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না। আমার সময়ে খুন গুম ছিল না। মানুষ শান্তিতে ছিল। আপনারা আমাকে ভোট দিলে, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই।

এরশাদ বলেন, আমি এখান (ঢাকা-১৭) থেকে এমপি ছিলাম। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন?

তিনি আরও বলেন, আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আপনারা আমাকে সমর্থন দিলে দেখিয়ে দিতে চাই কিভাবে মানুষের পাশে থাকা যায়।


সর্বশেষ খবর