মালদ্বীপে আরও এক মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্কঃ ১৫ দিনের পর এবার আরও ৩০ দিনের জন্য দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছে মালদ্বীপ সরকার। গতকাল মঙ্গলবার এক ভোটাভোটির মাধ্যমে সংসদে এই জরুরী অবস্থার ঘোষণা দেয় সরকার যেটাকে সম্পূর্ণ অবৈধ বলে প্রত্যাখ্যান করে সরকার বিরোধী দল।
গত ৫ ফেব্রুয়ারি মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা পর আবার এই ৩০ দিনের জরুরী অবস্থা ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে।
আদালত কর্তৃক পুনরায় ৯ বিরোধী রাজনৈতিক নেতাদের রায় দেয়ার পর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এই ইস্যুতে জরুরী অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট।
৯ বিরোধী দলীয় নেতাদের আদালত রায়ে মুক্তি দেয়ার পর সেনাবাহিনীরা মালদ্বীপের প্রধান বিচারপতিসহ সর্বোচ্চ আদালতের আরো কয়েকজন বিচারককের গ্রেফতার করে। আর সেনাবাহিনীকে এই নির্দেশনা দেয় বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। তার নির্দেশায় সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকেও গ্রেফতার করা হয়।
পরবর্তীতে অবশিষ্ট টিকে থাকা তিন বিচারক পূর্বের রায় বাতিল করে নতুন করে রায় দেন। এরপর বিরোধী দলীয় সমর্থকরা এর বিরোধীতা করতে থাকে এবং এর বিরুদ্ধে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আর তাদের আন্দোলন দমানোর জন্য পুলিশকে সর্বোচ্চভাবে ব্যবহার করছে বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। যার কারণে মালদ্বীপের পরিস্থিতি ক্রমান্বয়ে সহিংসতার দিকে এগোচ্ছে।