গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুল আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে গাজীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মঙ্গলবার দিবাগত রাত মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে।
গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ ফুল দেন।
পরে ভাষা শহীদ বরকতের পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও সাংবাদিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রীপুরে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রেহেনা আকতার ও উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আবদুল জলিল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রীপুর পৌরসভা, শ্রীপুর থানা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ আক্তার হোসেন নেতৃত্ব দেন। শ্রীপুর প্রেসক্লাবের পক্ষে অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ এবং সাংবাদিক সিমিতির পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন নেতৃত্ব দেন। ভোর ছয়টায় ইউএনওর নেতৃত্বে প্রভাত ফেরি শহীদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।