বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ আগামী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে । মঙ্গলবার মেলার ভেন্যু বিআইসিসির মিডিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় ।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দ্বিতীয়বারের মতো আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রযুক্তির এই প্রাণের মেলায় থাকছে প্রযুক্তি-জীবনধারার সামগ্রিক প্রদর্শনী।
দেশের হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬।
জুনাইদ আহমেদ বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের হাতে কোনো কোরিয়ান বা চাইনিজ ব্র্যান্ড থাকবে না। থাকবে আমাদের নিজেদের তৈরি স্মার্টফোন ও ল্যাপটপ।
আগামী দুই-তিন বছরের মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্কে তৈরি হবে স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। এর মাধ্যমে আমাদের প্রতিবছর খরচ হওয়া মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’