সব

চাঁপাই নবাবগঞ্জ শহীদমীনারে নেতা কর্মীদের ঢল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 22nd February 2018at 1:29 pm
124 Views

মোঃ ফাহিম রেজা ফারহাদঃ চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ উদ্যোগে চ্যায়ারম্যান আল হাজ্জ মহিউদ্দিন মন্ডল  ও সদর থানা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক লেলীন পরামাণীকসহ  অন্যান নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদমীনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বুধবার দিন ব্যাপী শহীদমীনারে নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল ছিল ।

এর আগে রাজশাহী বিভাগের চাঁপাই নওয়াবগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদমিনারে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সকল ভাষা শহীদদের স্বরণে জেলা প্রশাসক ও নওয়াবগঞ্জ সদর, নওয়াবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জনসহ সকল শ্রেণী পেশার সরকারী ও বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী সহ, সাধারণ মানুষজন পুষ্পস্তবক অর্পণ করেন।


সর্বশেষ খবর