সব

পালানোর পথে র‍্যাবের গুলিতে ‘ডাকাত’ নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 23rd February 2018at 10:04 am
121 Views

স্টাফ রিপোর্টারঃ বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পরপরই র‍্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় আজ শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প।নিহত ওই ডাকাতের নাম জানাতে পারেনি র‍্যাব কর্তৃপক্ষ।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, চট্টগ্রামের হাটহাজারিতে থেকে একটি বড় মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী। রাত সাড়ে তিনটার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭জনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটি ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরা দাঁড়িয়ে থাকা র‍্যাবের টহলদলকে দেখতে পেয়ে বরযাত্রীরা অভিযোগ করে।

খবর পেয়ে দ্রুত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ততক্ষণে ডাকাতেরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‍্যাবকে দেখে ডাকাতেরা গুলি ছুড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে।

এতে এক ডাকাত নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির শিকার একজন সীতাকুণ্ড থানায় মামলা করবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর