সব

‘ইসরাইলকে মোকাবেলার জন্য ইরান প্রস্তুত’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 23rd February 2018at 5:08 pm
121 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের আগ্রাসন মোকাবেলার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আগ্রাসন হয় তাহলে তার বিরুদ্ধে তেহরান কী প্রতিক্রিয়া দেখাবে ইসরাইল ও আমেরিকা তা খুব ভালো করেই জানে।

ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

গত সপ্তাহে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আব্বাস আরাকচি একথা বলেন।

নেতানিয়াহু একটি লোহার খণ্ড দেখিয়ে তাকে ভূপাতিত ইরানি ড্রোনের অংশবিশেষ বলে দাবি করেন। সেসময় তিনি বলেন, “প্রয়োজন হলে আমরা শুধু ইরানের মিত্রদের ওপর হামলা করব না বরং ইরানও হামলার শিকার হবে।”

নেতানিয়াহুর এই বক্তব্য নাকচ করে আব্বাস আরাকচি বলেন, “আমরা কারোর হুমকি মেনে নেব না এবং এ অঞ্চলে যেকোনো পক্ষকে আমরা সতর্ক করে দিতে চাই যে, নতুন আর কোনো যুদ্ধ সহ্য করার মতো অবস্থায় নেই মধ্যপ্রাচ্য।

তারপরও যদি ইসরাইল যুদ্ধের চিন্তা করে তাহলে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমরা কাউকে হুমকি দেয়ার সুযোগ দেব না।”


সর্বশেষ খবর