সব

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 5th March 2018at 5:23 pm
137 Views

স্টাফ রিপোর্টারঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সিএমএইচে যান। এসময় প্রধানমন্ত্রী জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন তার পিছনেই দাঁড়িয়ে থাকা আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সেখন থেকে অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়।

ঢাকা সিএমএইচের চিকিৎসকরা রোববার (৪ মার্চ) এক ব্রিফিংয়ে বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে তার কয়েকদিন সময় লাগবে।

এদিকে হামলাকারী ফয়জুর রহমানকে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন বাদি হয়ে এ মামলা করেন। মামলা নং-০৩।


সর্বশেষ খবর