ঝিনাইদহে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদা প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনপ্রিয় লেখক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে ঝিনাইদহের বিভিন্ন পেশাজীবী সংগঠন।
সোমবার দুপুরে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি, পরিবশে আন্দোলন ও ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যলয় সাহিত্য সংঘ যৌথ ভাবে এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন শেষে এক প্রতীবাদ মাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কালেকন্ঠের সাংবাদিক সাইফুল মাবুদ, পরিবেশ আন্দোলনের নেতা খোন্দকার হাফিজ ফারুক, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, ঝিনাইদহ শ্রমিকলীগের কাজী একরামুল হক লিকু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ সামাদ, সাধারন সম্পাদক জাহিদুর রহমান তারিক, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, এম এ সালাম সহ সর্ব স্তরের সাংবাদিক বৃন্দ। মানব বন্ধনে সভাপতিত্ব করেন সকল সাংবাদিকের প্রানপ্রিয় মানুষ সাংবাদিক এম রায়হান। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবুল অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিবাদ সভায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে বিচারের কাঠগড়ায় দাড় করানোর আহবান জানানো হয়।