অশান্তির আগাম খবর দিলে পুরস্কার দেওয়া হবে: মমতা
আন্তর্জাতিক ডেস্কঃ গোষ্ঠীসংঘর্ষ বাধানোর চেষ্টা বা ছকের কথা প্রশাসনকে আগে জানাতে পারলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগাম পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় বিপদ এড়ানো গেলে প্রয়োজনে সরকারি চাকরি পর্যন্ত দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
সোমবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশকে বলেন, ‘‘স্থানীয় মানুষকে সম্পৃক্ত করুন। তাঁরা ছবি তুলে পুলিশকে দিন। যিনি অভিযুক্তকে ধরতে পারবেন, তাঁকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করুন। আমরা তো বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী কাউকে চাকরি দিয়ে, কাউকে টাকা দিয়ে পুরস্কৃত করুন।’’
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় গোষ্ঠীসংঘর্ষের দু’টি ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘‘এটা চক্রান্ত। ধর্ম দেখার দরকার নেই। যে অন্যায় করবে তাকেই ধরতে হবে।’’ তিনি এও বলেন, ‘‘এ সব রুখতে পুলিশকে নজরদারি বাড়াতে হবে। গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হতে হবে।’’
ওই সব ঘটনার পিছনে সরাসরি আরএসএস ও বিজেপির হাত আছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি দুঃখিত। প্রশাসনিক বৈঠক হলেও আমায় বলতে হচ্ছে, আরএসএস ও বিজেপি পরিকল্পনা করে এ সব করাচ্ছে। সাম্প্রতিক ঘটনায় বিজেপির লোকেরা ধরা পড়েছে বলেই সরাসরি নাম নিচ্ছি। তৃণমূলের কেউ করলে তৃণমূলের নাম নিতাম।’’
যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন বলেন, ‘‘আরএসএস বা বিজেপির কেউ কখনও গোষ্ঠীসংঘর্ষ ছড়ায় না। পুলিশ আছে, আদালত রয়েছে। চাইলে সরকার তদন্ত করুক। মিথ্যা অভিযোগ করবেন না।’’
মুখ্যমন্ত্রী অবশ্য পাল্টা বলেন, ‘‘বাংলার দিকে আমরা হামলা করতে দেব না। বাংলায় হামলা করলে সামলে নেব। এই জোর আমাদের রয়েছে। এটা মাথায় রেখো।’’
সূত্র আনন্দবাজার