সব

আইইউবিএটি’তে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননায় স্কলার্-ডে উৎযাপন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 11th March 2018at 10:57 pm
145 Views

নিজস্ব প্রতিবেদকঃ আইইউবিএটি স্কলার ডে ২০১৮ উৎযাপিত হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)’তে। ২০১৭ সালে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য এই দিনটি উৎযাপন করা হয়। এ উপলক্ষে রবিবার, ১১ই মার্চ ২০১৮ইং তারিখে বিশ্ববিদালয়ের অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়। ২০১৭ সালের ৩টি সেমিষ্টারের মধ্যে যে সকল শিক্ষার্থী ৩, ২ বা ১ সেমিস্টারে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০ পেয়েছেন তাদেরকে বিভিন্ন পরিমানে নগদ অর্থ বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

সভাপতিত্ব করেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। তিনি প্রথমেই মেধাবী শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন শুধু একাডেমিক ক্ষেত্রেই মেধার স্বাক্ষর রাখলে হবে না, নৈতিক ও বাস্তবমুখি শিক্ষা লাভ করতে হবে এবং পারিপার্শ্বিকতা থেকে জ্ঞান অর্জন করতে হবে। পরে তিনি আইইউবিএটি’র ৯টি বিভাগের প্রায় ৫২২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বৃত্তি ও মেধা সনদ হস্তান্তর করেন। শিক্ষার্থীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন তাদের অভিভাবকগণও।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহবায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ সাহা। বক্তব্য রাখেন উপ-উপাচার্য ব্রিগেডিয়ার জেনারে্ল ড. মোঃ জাহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ার ও অধ্যাপকগন, যাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. এম. আব্দুল জব্বার, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. এম এ হক, জনাব মোহাম্মদ আবু হুরায়রা, অধ্যাপক ড. এম এ হান্নান, অধ্যাপক ড. শহিদুল্লাহ মিয়া, অধ্যাপক ড. এ জেড এ সাইফুল্লাহ, অধ্যাপক আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. ক্যারেন লান্ড, প্রভাষক সুভাশিষ দাশ বালা, অধ্যাপক ড. মোঃ তারেক আজিজ, জনাব কাজি খালেদ সামস চিসতি, জনাব আবদুল্লাহ আল ইউসুফ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর