সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
স্টাফ রিপোর্টারঃ সোহরাওয়ার্দীতে বিএনপিকে সোমবার সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ‘জননিরাপত্তার জন্য অনুকূল নয় বিধায়’ বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সমাবেশের অনুমতির জন্য ডিএমপি বরাবর আবেদন করেছিল বিএনপি।
সমাবেশের অনুমতির সর্বশেষ অবস্থা জানতে রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
এরপর সন্ধ্যায় ডিএমপি কমিশনার বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।