সব

গাজীপুরে হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণী আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 12th March 2018at 12:52 am
157 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

১১ মার্চ রবিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসআই মো. জাকির হোসেন।


সর্বশেষ খবর