সব

নড়াইলে এসপিকে দলিত উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 12th March 2018at 5:56 pm
263 Views

উজ্জ্বল রায়ঃ নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে দলিত-হরিজন ও বেদে উন্নয়ন সংস্থা। সোমবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে নড়াইল দলিত-হরিজন ও বেদে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সভাপতি সুমন কুমার
দাস এসপি’র হাতে ফুলের তোড়া তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল দলিত-হরিজন ও বেদে উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক বিনয় রবি দাস, বীরেন বিশ্বাস, রমেশ বিশ্বাস, জয়তু দাস, সুকান্ত বিশ্বাস প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, একই পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ রন্টু, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, চ্যানেল নাইন ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেন, প্রতিদিনের কণ্ঠের বুলু দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নড়াইল দলিত-হরিজন ও বেদে উন্নয়ন সংস্থার সভাপতি সুমন কুমার দাস পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সমস্যাবলি তুলে ধরেন। এ প্রসঙ্গে নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, সুযোগ-সুবিধার অভাবে ছ দলিত-হরিজন ও বেদে সম্প্রদায় আজ সমাজ থেকে বিলুপ্তপ্রায়। তবে আমি যখন নড়াইলে এই জনগোষ্ঠীর দেখা পেয়েছি সেহেতু আমি এই জনগোষ্ঠীর উন্নয়নকল্পে সার্বিকভাবে সহযোগিতা করবো।


সর্বশেষ খবর