রণবীরের সঙ্গে বলিউডে পা রাখছে প্রিয়া
বিনোদন ডেস্কঃ দু’চোখের ইশারায় এক রাতেই তিনি সেলিব্রিটি। ডেবিউ ছবির কেবল একটি ঝলকেই রাতারাতি তিনি ইন্টারনেটের ভাইরাল সেনসেশনও। আর সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে নিয়েই বলিউডে চলছে জোর গুঞ্জন। দ্রুতই বলিউডে ডেবিউ করতে চলেছেন প্রিয়া।
অভিনেতা রণবীর সিংহের বিপরীতেই নাকি দেখা মিলবে ‘ওরু আদার লভ’ ছবির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের। রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে পুলিশের চরিত্রে যে রণবীর সিংহ অভিনয় করছেন তা প্রায় নিশ্চিত। অন্য দিকে রণবীরের বিপরীতের নারী চরিত্রটির জন্য প্রযোজক কর্ণ জোহরের পছন্দ প্রিয়া প্রকাশকেই। কিন্তু সেই পছন্দের তালিকায় আরও অনেক নামই ঘোরাফেরা করছে।
তবে ‘সিম্বা’ ছবিটির প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘ছবিতে নারী চরিত্রটি খুবই ছোট্ট। কিন্তু প্রিয়ার ওই ছোট্ট ক্লিপ দেখে গোটা বলিউডই আপাতত প্রিয়াকে মশগুল। আমারাও বাদ যাইনি।’
সূত্র: কলকাতা২৪এর।