সব

বিসর্জনের দ্বিতীয় কিস্তিতেও জয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 14th March 2018at 1:34 pm
125 Views

বিনোদন ডেস্কঃ ঢাকাই অভিনেত্রী জয়া আহসান। এখন কলকাতার ছবিতে পুরোদমে কাজ করছেন। সেখানে জনপ্রিয়তাও বাড়ছে তার। কলকাতায় তার অভিনীত ‘বিসর্জন’ ছবিটি দারুণ প্রশংসিত হয়। পেয়েছেন একাধিক পুরস্কারও। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এ ছবিটি মুক্তির আগেই ভারতের জাতীয় পুরস্কার পায়। এ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার পান জয়া আহসান। এবার জানা গেল ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণ করতে চাচ্ছেন পরিচালক।

এবারের কিস্তিতেও জয়াকে নেয়ার জন্য প্রযোজকের বিশেষ আগ্রহের কথা জানা গেছে। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, ‘বিসর্জনের প্রতি আমার গোটা টিমের এমন মায়া জন্মেছে, আমরা প্রায়ই আলোচনা করতাম যে এমনটা হলে কেমন হতো!

এ আলোচনা থেকেই ছবিটির স্ক্রিপ্ট তৈরি হয়েছে।’ ছবিটির সিক্যুয়াল তৈরি হলে নায়িকা হিসেবে জয়া আহসানই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে জয়ার হাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ছবি রয়েছে।

বাংলাদেশে হুমায়ূন আহমেদের ‘দেবী’ গল্প নিয়ে নির্মিত ছবিটির শুটিং শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। অন্যদিকে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিটির শুটিং করছেন জয়া।


সর্বশেষ খবর