আচারণ বিধি লঙ্ঘনে ইসির নোটিশ
স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার আজিজুল হক আরজুকে মতামত দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
তার বিরুদ্ধে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ পেয়েছিল সংস্থাটি। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন মতামত চাওয়ার বিষয়টি জানান।
তিনি বলেন, আজিজুল হক আরজুর বিরুদ্ধে অভিযোগ উঠায় তার কাছে মতামত চেয়েছে কমিশন।
যদিও একই ধরনের অভিযোগ পেলেও বরগুনা-২ আসনের এমপি হাচানুর রহমান রিমনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
হাচানুর রহমান সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। সে সময় কমিশন তাকে শোকজ করলে তিনি ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দেন।
এদিকে ইসির নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সচিব পর্যায়ের কর্মকর্তারা জানান, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সত্যতা যাচাই করে তাকে শাস্তির আওতায় আনার বিধান রয়েছে। কিন্তু আগের নির্বাচনগুলোতে সংশ্লিষ্টদের তবু শোকজ করেছিল, এবার তা-ও হলো না।
এখন আজিজুল হকের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়।